হোম > অপরাধ > রংপুর

মেয়েকে ধর্ষণের অভিযোগে স্ত্রীর মামলা, স্বামী গ্রেপ্তার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় স্ত্রীর অনুপস্থিতির সুযোগে মাদ্রাসাপড়ুয়া কিশোরী মেয়ে বাবার কাছে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে থানায় স্ত্রীর দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ইটাকুমারী ইউনিয়নে। বিষয়টি নিয়ে পুরো পীরগাছায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে অসুস্থ ভাইকে দেখতে গিয়ে সেখানে থেকে যান ভুক্তভোগী কিশোরীর মা। এ সময় বাবা আর মেয়ে বাড়িতে ছিলেন। পরে মা বাড়িতে না ফেরার সুযোগে সোমবার গভীর রাতে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তার বাবা। পরে ওই কিশোরী বিষয়টি তার মাকে এবং প্রতিবেশীদের জানায়। এই অভিযোগে গতকাল পীরগাছা থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগীর মা।

এদিকে লিখিত অভিযোগ পাওয়ার পর প্রাথমিক সত্যতা যাচাই করে মামলা নেয় পীরগাছা থানার পুলিশ। সেই সঙ্গে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে নেয় এবং অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করে।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান আজকের পত্রিকাকে জানান, অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শুক্রবার) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পীরগাছায় খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ব্রাকসু নির্বাচন: ‘বেরোবি শিক্ষার্থী পরিষদ’ নামে শিবির-সমর্থিত প্যানেল ঘোষণা

বেরোবির প্রথম সমাবর্তন স্থগিত, জাতীয় নির্বাচনের পরে আয়োজন

ব্রাকসু নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন আখ্যা দিল ছাত্রদল-সমর্থিত প্যানেল

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যাকাণ্ডে মামলা, আসামি অজ্ঞাতনামা

সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করায় ডিলারকে জরিমানা, ১০৭ বস্তা সার জব্দ

জামায়াত দায়িত্ব পেলে রাষ্ট্র কীভাবে পরিচালনা করবে—জানালেন এ টি এম আজহার

রংপুর কারাগারে হাজতির মৃত্যু

রংপুরে ঘরের ভেতর মিলল মুক্তিযোদ্ধা দম্পতির রক্তাক্ত লাশ

মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ইজিবাইকচালক নিহত