হোম > সারা দেশ > পঞ্চগড়

তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে পাথরশ্রমিক আহত

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাও নদীতে পাথর উত্তোলনের সময় পলাশ (৩৫) নামে এক পাথরশ্রমিক বিএসএফের গুলিতে আহত হয়েছেন। আজ রোববার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বগুলাহাটি সীমান্তে এ ঘটনা ঘটে। 

আহত পাথরশ্রমিক পলাশ ওই এলাকার আব্দুর রহমানের ছেলে। 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালে সহকর্মীদের সঙ্গে সাও নদীতে পাথর উত্তোলন করে যান পলাশ। এ সময় বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ৭৩৯-এর ১ আর ও ২ আরের মাঝামাঝি বগুলাহাটি এলাকায় বাংলাদেশের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে সাও নদীতে পাথর উত্তোলন করার সময় বিএসএফ হঠাৎ পাথরশ্রমিকদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পলাশের পেটে গুলি লাগে। স্থানীয় সহায়তায় গুরুতর আহত অবস্থায় পলাশকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান বলেন, ‘সীমান্তে আমরা সর্বদা সতর্ক অবস্থানে থাকি। অনবরত আমাদের টহল থাকে। তবে ঘটনাস্থল বাংলাদেশ-ভারত সীমান্তের করতোয়া নদীতে। যার এক অংশ বাংলাদেশে অপর অংশ ভারতে। তবে ঘটনার পরপরই আমরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি।’

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

ব্রাকসু নির্বাচন: মনোনয়নপত্র জমার শেষ দিনে অফিসে তালা, কর্মকর্তারা লাপাত্তা