হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ১৮ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি 

ভারত থেকে পঞ্চগড় সীমান্ত দিয়ে জোর করে ঠেলে পাঠানোর পর বিজিবির হাতে আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী, শিশুসহ আরও ১৮ জনকে জোর করে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে জেলার তিনটি সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করেছেন। চলতি বছর পঞ্চগড় সীমান্ত দিয়ে ছয় দফায় নারী-শিশুসহ অন্তত ৮৩ জন বাংলাদেশিকে একইভাবে ঠেলে পাঠায় বিএসএফ।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোরের আলো ফুটতেই নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন শুকানি সীমান্ত দিয়ে ভারতের ট্যাপরাভিটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা পাঁচ নারী ও শিশুকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠায়। বিজিবির ভজনপুর বিওপির একটি টহল দল ধানশুকা এলাকা থেকে তাঁদের আটক করে।

একই সময়ে সদর উপজেলার টোকাপাড়া সীমান্ত দিয়ে আরও ছয়জনকে ঠেলে পাঠানো হয়। বিজিবি টহল দল কমলাপাড়া এলাকা থেকে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। অন্যদিকে জয়ধর ভাঙা সীমান্তে বিএসএফের শ্যাম বিওপি থেকে সাতজনকে জোর করে পাঠানো হয়।

সীমান্তে আটক ব্যক্তিরা বিজিবির হেফাজতে রয়েছে। তাদের সংশ্লিষ্ট তেঁতুলিয়া ও সদর থানায় হস্তান্তর করা হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এ পর্যন্ত ১৩ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। তারা সবাই বাংলাদেশি বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবাও দেওয়া হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চলতি বছর পঞ্চগড় সীমান্ত দিয়ে ছয় দফায় নারী-শিশুসহ অন্তত ৮৩ জন বাংলাদেশিকে একইভাবে ঠেলে পাঠায় বিএসএফ। সীমান্তে এ ধরনের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ