হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর অভিযান

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে নিউ ডক্টরস প্যাথলজিতে সেনাবাহিনীর অভিযান। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে ‘নিউ ডক্টরস প্যাথলজি’তে অনিয়ম পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার এমআর কলেজ রোড নিউ ডক্টরস প্যাথলজি ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি এবং সেনাবাহিনীর ক্যাপ্টেন খালিদ হোসেন। এ ছাড়া পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয়ের পক্ষে অভিযানটিতে অংশ নেন চিকিৎসক জান্নাতুল ফেরদৌস (নিতু)।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অভিযানকালে প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষিত ল্যাব টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করানোর প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া কিছু যন্ত্রপাতির সঙ্গে ব্যবহৃত পার্সেস রসিদের মিল না থাকার বিষয়টিও উঠে আসে।

জান্নাতুল ফেরদৌস (নিতু) বলেন, ‘প্রশিক্ষিত ল্যাব টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করানো এবং যন্ত্রপাতির সঙ্গে রসিদের অমিল—এই দুই বিষয়কে কেন্দ্র করে প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি বলেন, প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্যের সঙ্গে সম্পৃক্ত যেকোনো অনিয়মের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত চালানো হবে।

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার