রংপুরে স্বেচ্ছাসেবক লীগের নেতা ইফতেখারুল ইসলাম শুভকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সিও বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইফতেখারুল ইসলাম শুভ মহানগরীর মাহিগঞ্জ ধুমখাটিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, ৫ আগস্ট সরকারের পতনের পর গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন শুভ। তাঁর বিরুদ্ধে রংপুরের কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে চারটি মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার ইফতেখারুল ইসলাম শুভ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া চারটি মামলার এজাহারভুক্ত আসামি। তাঁকে আজ (রোববার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।