হোম > সারা দেশ > পঞ্চগড়

শখের বশে মাছ ধরতে গিয়ে পেলেন ৩২ কেজির বাগাড়, ভাগ করে নিলেন নিজেরাই

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহানন্দা নদীতে স্থানীয়দের জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের বাগাড় মাছ। শনিবার (২২ জুলাই) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় মহানন্দ নদীতে পাথরশ্রমিকদের জালে ধরা পড়ে মাছটি। 

মাছটি বাড়িতে নিয়ে গেলে স্থানীয়রা ছুটে আসেন দেখতে। অনেকেই মাছটি কেনার আগ্রহ প্রকাশ করেন। তবে যাঁরা ধরেছেন তাঁরা মাছটি কেটে ভাগবাঁটোয়ারা করে নেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে তেঁতুলিয়া সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকার ২৪ জন পাথরশ্রমিক ও কৃষক দল বেঁধে শখের বশে জাল দিয়ে মহানন্দা নদীতে মাছ ধরতে যান। এ সময় নদীতে জাল নিয়ে হাঁটার সময় মাছটি জালে আটকা পড়ে। দ্রুত মাছটি ধরে বাড়িতে নিয়ে যান তাঁরা। পরে সবাই মিলে ভাগ করে নেন। 

এ বিষয়ে কথা হয় সেই মাছ ধরা দলে থাকা জাহাঙ্গীর আলমের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা প্রায়ই শখের বশে নদীতে মাছ ধরতে যাই। আজ দুপুরে মাছ ধরতে নেমে বিকেলের দিকে জালে বাগাড় মাছটি ধরা পড়ে। বাড়িতে এনে ভাগ করে নিয়েছি।’ 

মাছ শিকারি দলের তরিকুল ইসলাম বলেন, ‘আমরা ২৪ জন নদীতে মাছ ধরতে যাই। আমরা কেউ পাথর উত্তোলন, কেউ কৃষিশ্রমিক, কেউ দিনমজুর। আমরা জাল নিয়ে মাছ ধরতে গিয়ে যে এত বড় মাছ ধরতে পারব, কোনো দিন কল্পনা করিনি!’ 

আবু হাসান নামে আরেক শ্রমিক বলেন, ‘আমরা যখন মাছটি বাড়িতে নিয়ে আসি, তখন অনেকেই দেখতে আসেন। কেনার আগ্রহ দেখান। কিন্তু শখ করে যেহেতু মাছটি ধরতে পারছি, তাই আমরা বিক্রি না করে নিজেরা কেটে ভাগ করে নিয়েছি।’ 

এদিকে মাছ দেখতে আসা মিলন হোসেন বলেন, ‘আমরা খবর পেলাম সর্দারপাড়া এলাকায় একটি বড় বাগাড় মাছ ধরা পড়েছে। তাই দেখতে এসেছি। আমরা মাছটি কয়েকজন মিলে কিনতে চাইলে তাঁরা বিক্রি করতে রাজি হননি।’

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু