হোম > অপরাধ > রংপুর

জামায়াত নেতাকে হত্যার সংবাদ শুনে হার্ট অ্যাটাকে সমর্থকের মৃত্যু

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুরে এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জামায়াত নেতা মাহবুবার রহমানের মৃত্যুর খবর শুনে তাঁর এক সমর্থক হার্ট অ্যাটাকে মারা গেছেন।

গতকাল রোববার রাতে ওই জামায়াত নেতা খুন হন। কিছুক্ষণ পর সংবাদ শুনে মারা যান তাঁর সমর্থক রফিকুল ইসলাম।

আজ সোমবার বিকেলে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয় মাঠে জানাজা শেষে জাফরপুর গ্রামে পারিবারিক কবরস্থানে চেয়ারম্যানের এবং বাহাদুরপুর গ্রামে রফিকুল ইসলামের মরদেহ দাফন করা হয়।

অভিযুক্ত হারুন মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।

জানাজায় উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ইউএনও রকিবুল হাসান, ওসি মোস্তাফিজার রহমানসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

গতকাল রোববার রাতে উপজেলার পায়রাবন্দ বাজারে হারুন মিয়া নামে এক যুবকের ধারালো অস্ত্রের কোপে পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবার রহমান নিহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা হারুন মিয়াকে আটক করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। চেয়ারম্যানের মৃত্যুর খবর শুনে রাতেই রফিকুল ইসলাম হার্ট অ্যাটাক করে মারা যান। স্থানীয়রা বলছেন, অভিযুক্ত হারুন মিয়া মাদকাসক্ত। তবে চেয়ারম্যানকে হত্যার কারণ এখনো জানা যায়নি।

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ