হোম > সারা দেশ > রংপুর

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

বেরোবি (রংপুর) প্রতিনিধি

বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেরোবি শাখার সভাপতি মো. সুমন সরকার। ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেরোবি শাখার সভাপতি মো. সুমন সরকার। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছাকৃতভাবে নির্বাচনপ্রক্রিয়াকে প্রহসনে পরিণত করেছে।

সুমন সরকার বলেন, ‘জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ ভাইয়ের রক্তের ওপর প্রফেসর শওকাত আলী ভিসি হলেও শিক্ষার্থীদের স্বার্থ বোঝার চেষ্টা করেননি; বরং ফ্যাসিস্ট শক্তির সঙ্গে হাত মিলিয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে কাজ করছেন।’

সুমন সরকার আরও বলেন, ‘আদর্শগত বিশ্বাস থাকতেই পারে, কিন্তু অন্ধবিশ্বাস কখনোই গ্রহণযোগ্য নয়। মনে রাখতে হবে, এটা শহীদ আবু সাঈদের ক্যাম্পাস। ইতিহাস আপনাদের ভূমিকা ভুলে যাবে না। শিক্ষার্থীরা সবকিছুর হিসাব কড়ায়-গন্ডায় বুঝিয়ে দেবে, ইনশা আল্লাহ।’

বক্তব্যে সুমন সরকার প্রশ্ন তোলেন, ‘এ পর্যন্ত পাঁচবার নির্বাচনের তফসিল পরিবর্তন করা হয়েছে। যদি নির্বাচন দেওয়ার ইচ্ছাই না থাকে, তাহলে এই নাটক কেন? শিক্ষার্থীদের অনশন, সময়, শ্রম, ফরমের টাকা, ডোপটেস্টসহ কত অপচয়! ধিক্কার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষক নামক ওই সকল মেরুদণ্ডহীন প্রাণীদের, যাঁরা শিক্ষার্থীদের অধিকার আদায় না করে একটি গোষ্ঠীর অ্যাজেন্ডা বাস্তবায়নে নেমেছেন।’

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা