হোম > সারা দেশ > রংপুর

শাটডাউন প্রত্যাহার, নতুন অধ্যক্ষকে বরণ রংপুর মেডিকেল কলেজে চিকিৎসক-কর্মচারীদের

রংপুর প্রতিনিধি

রংপুর মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষকে বরণ করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

রংপুর মেডিকেল কলেজে দাবি পূরণ হওয়ায় কমপ্লিট শাটডাউনসহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতা। সেই সঙ্গে তাঁরা নতুন অধ্যক্ষ শরিফুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন।

গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে কলেজ ক্যাম্পাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারীদের মুখপাত্র ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মণ্ডল। এ সময় নতুন অধ্যক্ষ শরিফুলকে বরণ করে নিয়ে আনন্দমিছিল করা হয়।

মুখপাত্র শরিফুল বলেন, ‘স্বৈরাচারের দোসর মাহফুজার রহমানকে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। সাত দিনব্যাপী কঠোর আন্দোলন, বিক্ষোভ করেছি। চিকিৎসক, নার্স, কর্মচারী, ছাত্র-জনতা—সবাই আন্দোলনে যোগ দিয়েছিল। সে কারণে এই আন্দোলন সফল হয়েছে। সরকার আমাদের দাবি মেনে নিয়েছে, আওয়ামী লীগের দোসর মাহফুজকে এই ক্যাম্পাস থেকে প্রত্যাহার করে নিয়েছে। তাই সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছি, আজকে থেকে কমপ্লিট শাটডাউনসহ সব ধরনের আন্দোলন কর্মসূচি বন্ধ থাকবে।’

নবনিযুক্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। এই হাসপাতাল, এই কলেজ, এই শিক্ষাব্যবস্থা এবং সব জায়গায় অনেক ত্রুটি-বিচ্যুতি আছে। মানুষ হিসেবে আমাদের সামান্য যে সামর্থ্য আছে, আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব।’

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড