হোম > সারা দেশ > রংপুর

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রক্সি দিচ্ছিল নবম শ্রেণির ছাত্র

রংপুর প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক নবম শ্রেণির ছাত্র। ছবি: আজকের পত্রিকা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি (জেনারেল, সায়েন্স, টেকনোলজি) গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছে নবম শ্রেণির এক শিক্ষার্থী। তার বাড়ি গাজীপুরের শ্রীপুরে।

আজ শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এ ভর্তি পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক তার প্রবেশপত্রের ছবির সঙ্গে চেহারার মিল না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে জানান। পরে তারা এসে তাকে আটক করে।

জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী জানায়, দিনাজপুরের চিরিরবন্দরের সিটি রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি পাস করা শিক্ষার্থী আজমাঈন ফায়িকের পরিবর্তে পরীক্ষা দিতে এসেছে। সে নবম শ্রেণিতে পড়ে। একটি পক্ষ তাকে পরীক্ষা দিতে নিয়ে এসেছে। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া নতুন বাজার এলাকার বাসিন্দা।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আজিজ স্বপন বলেন, ‘প্রক্সি দিতে আসা একজনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা করলে আমরা তাকে থানায় পাঠাব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, প্রক্সি দিতে আসা এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করা হবে।

আজ ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন। তাদের মধ্যে বেরোবি কেন্দ্রে ৩ হাজার ২৬৩ জনসহ রংপুরের ১১টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ৬৪৬ জন।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ