হোম > সারা দেশ > রংপুর

ভূমি মন্ত্রণালয়ের ভুল নীতির কারণে তিস্তাসহ জলাশয়গুলো মরে যাচ্ছে: উপদেষ্টা ফরিদা আখতার

 গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

গণ সমাবেশে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার । ছবি: আজকের পত্রিকা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘ভূমি মন্ত্রণালয়ের ভুল নীতি মানুষের জীবন-জীবিকাকে নষ্ট করে দিচ্ছে এবং তিস্তা নদীসহ জলাশয়গুলো মরে যাচ্ছে। এগুলো আমরা সংশোধন করব।’

আজ শনিবার বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কেএনবি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও তিস্তা নদী রক্ষা কমিটি, প্রান্তিক খামারি ও মৎস্যজীবী সমিতি আয়োজিত গণসমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘এখন তিস্তা নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে। আমি এখানে এসে একটি বিষয় দেখলাম, নদীতে নিষিদ্ধ অবৈধ জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। এসব অবৈধ জাল বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধ করা না হলে আমাদের দেশীয় মাছগুলো হুমকির মুখে পড়বে।’

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের একটা টেকনিক্যাল কমিটমেন্ট থাকবে। এ সময় সমাবেশে উপস্থিত প্রান্তিক খামারি ও মৎস্যজীবীদের সব বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দেন উপদেষ্টা। এরপর তিনি তিস্তা নদী পরিদর্শন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্নার সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ড. নজরুল ইসলাম, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. জসিম উদ্দিন, রংপুর জেলা মৎস্য কর্মকর্তা ডা. সালাহউদ্দিন কবির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইদ প্রমুখ।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু