হোম > সারা দেশ > গাইবান্ধা

বন্ধকি ক্যামেরা বিক্রির জেরে বন্ধুকে হত্যা, ২ কিশোর গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় বন্ধকি ক্যামেরা বেচে দেওয়াকে কেন্দ্র করে বন্ধুকে হত্যা করে সেফটিক ট্যাংকের মধ্যে রাখার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। আজ শনিবার সকালে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম বাটি গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ দুই কিশোরকে গ্রেপ্তার করেছে। 

নিহতের নাম সম্রাট (১৬)। সে সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের আফজাল হোসেনের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সম্রাটের লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক। 

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম বাটি গ্রামের এক কিশোরের (১৭) সঙ্গে সম্রাটের একই শ্রেণিতে পড়ার সুবাদে বন্ধুত্ব হয়। তারা অনলাইনে জুয়ায় আসক্ত হয়। একপর্যায়ে ওই কিশোর জুয়ার টাকা জোগাড় করতে সম্রাটের কাছে একটি ডিএসএলআর ক্যামেরা বন্ধক রাখে। কিছুদিন পরে সম্রাট ক্যামেরার টাকা চাইলে সে দিতে পারেনি। এই ঘটনায় সম্রাট ক্যামেরাটি অন্য ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। 

পুলিশ ও স্থানীয়রা আরও জানান, গত ১৭ এপ্রিল ওই কিশোর টাকা জোগাড় করে ক্যামেরাটি নিতে চাইলে তা বিক্রি করে দেওয়া হয়েছে বলে জানায় সম্রাট। পরে ওই কিশোর কৌশলে সম্রাটকে বাড়িতে এনে হত্যা করে তাঁর বাড়ির পাশের একটি সেফটিক ট্যাংকে রেখে দেয়। সম্রাট নিখোঁজ থাকায় তার পরিবার ওই কিশোরকে সন্দেহ করে গত শুক্রবার থানায় সাধারণ ডায়েরি করে। পুলিশ ওই দিন সেই কিশোরসহ আরেক কিশোরকে আটক করে জিজ্ঞাসা বাদ করলে তারা হত্যার কথা স্বীকার করে। পরে পুলিশ আজ সকালে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল