হোম > সারা দেশ > রংপুর

নাগেশ্বরীতে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি ও নাগেশ্বরী সংবাদদাতা

সাপুড়ে বয়েজ উদ্দিন। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সাপের কামড়ে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কাপালি পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত ওই সাপুড়ের নাম বয়েজ উদ্দিন। তিনি বল্লভেরখাষ ইউনিয়নের ডাক্তার পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, আজ সকালে কাপালি পাড়ার ইমরান আলীর বাড়ির রান্নাঘরের গর্তে একটি বিষাক্ত সাপ দেখতে পায় পরিবারের সদস্যরা। সাপটি ধরতে স্থানীয় সাপুড়ে বয়েজ উদ্দিনকে খবর দেয়া হয়। সাপুড়ে ওই বাড়িতে এসে স্থানীয়দের সহায়তায় সাপটি ধরে। বেশ কিছুক্ষণ লেজ ধরে সাপটিকে ঝুলিয়ে রাখার পর বস্তুয় ভরার সময় এটি তার হাতে কামড় দেয়। এর কিছুক্ষণ পর শরীরে বিষোক্রিয়া শুরু হলে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই সাপুড়ের মৃত্যু হয়।

মৃতের স্বজন সিরাজুল ইসলাম বলেন, বয়েজ উদ্দিন আমার মামা হন। তিনি পেশায় সেলো মেকানিক তবে তিনি সাপও ধরেন। আজ সকালে কমেদপুর কাপালি পাড়া থেকে লোক এসে সাপ ধরার জন্য তাকে ডেকে নিয়ে যান। সেখানকার ইমরান আলীর বাড়ির পাকের ঘর থেকে একটি সাপ ধরেন। বস্তায় ঢোকানোর সময় সাপটি তাকে ছোবল মারে। পরে খবর পেয়ে আমরা তাকে হাসপাতালে নেই।

ইমরান আলী বলেন, বাড়ির পাকের ঘরে অনেকদিন থেকে সাপের উপদ্রপ ছিলো। আজকে বয়েজ উদ্দিনকে ডেকে নিয়ে যাই। পাকের ঘরের একটি ইদুরের গর্ত থেকে সাপের তিনটি বাচ্চাসহ সাপটিকে ধরেন তিনি। পরে বস্তায় ঢুকানোর সময় সাপটি উল্টে তার হাতে ছোবল মারে। অনেকক্ষন পর বিষক্রিয়া শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

ভূরুঙ্গামারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এসএম আবু সায়েম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, তাকে হাসপাতালে আনার আগেই সাপুড়ের মৃত হয়েছে।

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড