হোম > সারা দেশ > রংপুর

রাস্তার মোড়ে নৌকা টাঙিয়ে গ্রেপ্তার আ.লীগ কর্মী

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

কুড়ারপাড় বাজারে বাঁশ ও কাপড় দিয়ে বানানো নৌকাটি রাস্তার মোড়ে টাঙানো হয়। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ময়নাল হক (৩৫) নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ উঠেছে, বাঁশ ও কাপড় দিয়ে বানানো নৌকা রাস্তার মোড়ে টাঙিয়েছেন তিনি।

গ্রেপ্তার ময়নাল উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ারপাড় এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কুড়ারপাড় বাজারে বাঁশ ও কাপড় দিয়ে বানানো একটি নৌকা বাঁশের আগায় টাঙিয়ে দেন ওই এলাকার বারেক (৫৫) ও ময়নাল হক (৩৫)। তাঁরা দুজন আওয়ামী লীগের কর্মী। তাঁরা নৌকার সঙ্গে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা স্লোগান ও নিজেদের ছবি ডিজিটাল ব‍্যানারে প্রিন্ট করে ঝুলিয়ে দেন। আজ সকালে নৌকা টাঙানোর বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা থানা-পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছবি দেখে ময়নালকে গ্রেপ্তার করে নৌকাটি থানায় নিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের হয়েছে। আজ দুপুরে তাঁকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। অপর ব‍্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড