হোম > সারা দেশ > রংপুর

বালিয়াডাঙ্গীতে একাই ১৬ ব্যালটে সিল, কিশোরসহ আটক ২

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দুটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে এক কিশোর ও এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং কিশোরকে শিশু আদালতে বিচারের জন্য পাঠানো হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় বড়পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুপুরে মধ্য চাড়োল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফছানা কাওসার।

দণ্ডপ্রাপ্ত যুবক হৃদয় হোসেন (২৪) বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। পাড়িয়া ইউনিয়ন থেকে ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চাড়োল ইউনিয়নের ভোট কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়েছেন তিনি।

বড়পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার নাজমুল হোসাইন জানান, এক কিশোর ভোট দিতে এলে সন্দেহ হয়, পড়ে আটক করে জিজ্ঞাসা করলে জাল ভোট দিতে আসার কথা সে স্বীকার করে।

এদিকে দুপুরে ২টায় মধ্য চাড়োল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার গোপাল চন্দ্র বর্মণ জানান, জোর করে ১৬টি ব্যালটে সিল মেরে বাক্সে ঢুকানোর সময় হৃদয় নামে এক যুবককে আমরা আটক করি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ ছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উপজেলার ৫৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান পদে চারজন প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী এই নির্বাচনে লড়ছেন।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড