রংপুরের গঙ্গাচড়ায় শিয়ালের আক্রমণে দুই ব্যক্তি আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার বড়বিল ইউনিয়নের শালমারা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের চাঁন শাহ (৩৬) ও আক্তারুল ইসলাম (৩৫)।
চাঁন শাহ বাড়ি পাশের বাঁশঝাড়ে লাকড়ি সংগ্রহ করার জন্য গেলে পাশে থেকে কয়েকটি শিয়াল তাঁকে আক্রমণ করে। এ সময় ওই ব্যক্তি চিৎকার করলে পাশের ধানখেতে কাজ করা আক্তারুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান।
তিনি চাঁন শাহকে উদ্ধারের চেষ্টা করলে তার ওপরও শিয়ালগুলো আক্রমণ করে। এ সময় তাঁরা চিৎকার দিলে স্থানীয়রা ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে স্থানীয়রা একটি শিয়ালকে আটক করে মেরে ফেলে মাটি চাপা দেয়।
এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বিউটি বেগম আজকের পত্রিকাকে বলেন, রোগীদের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে কলেজে (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।