হোম > সারা দেশ > রংপুর

রৌমারীতে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় মামলা, নারীসহ গ্রেপ্তার ৫

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জিঞ্জিরাম ও কালোর নদীবেষ্টিত সীমান্তবর্তী ভুন্দুরচর গ্রামে শাহজামাল গং ও রব্বানী গংয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভুন্দুরচর গ্রামের বাসিন্দা ফুলবাবু (৪৩), তাঁর বড় ভাই বুলু মিয়া (৫২) ও তাঁদের ভাতিজা নুরুল আমিন (৩০) নিহত হন। আহত হন উভয় পক্ষের অন্তত ১০ জন। নিহত ব্যক্তিরা সবাই শাহজামালপক্ষের লোক।

পুলিশ জানায়, নিহত ফুলবাবু ও বুলু মিয়ার ভাই শামসুল আলম বাদী হয়ে প্রতিপক্ষের ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও আট থেকে ১০ জনকে আসামি দিয়ে গতকাল রাতে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই নারীসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করে।

ওসি লুৎফর রহমান আজ সন্ধ্যায় বলেন, গ্রেপ্তার আসামিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের আগামীকাল শনিবার আদালতে সোপর্দ করা হবে।

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড