হোম > সারা দেশ > রংপুর

অধ্যক্ষ নিয়োগ উত্তপ্ত রমেক, কমপ্লিট শাটডাউনের ঘোষণা চিকিৎসকদের

শিপুল ইসলাম, রংপুর থেকে 

আজ রোববার দুপুরে অধ্যক্ষ ডাক্তার মাহফুজার রহমানের পদত্যাগের দাবিতে মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে সদ্য পদায়ন পাওয়া অধ্যক্ষকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানকে দ্রুত অপসারণ করা না হলে আগামী মঙ্গলবার দুই ঘণ্টা কর্মবিরতি এবং বুধবার থেকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতা।

অপর দিকে অন্যপক্ষ বিষয়টিকে ষড়যন্ত্র করছে দাবি করে অধ্যক্ষ মাহফুজারের পক্ষে মানববন্ধন করেছে।

তিন দিনের আলটিমেটাম শেষে সদ্য নিয়োগ পাওয়া অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানের পদত্যাগের দাবিতে আজ রোববার দুপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শেষে কর্মবিরতি ও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন রমেকের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতা, মুখপাত্র শরিফুল ইসলাম মণ্ডল। এর আগে, কলেজ কনফারেন্স রুমে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রমেকের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতার মুখপাত্র শরিফুল ইসলাম মণ্ডল বলেন, শহীদ আবু সাঈদের ফরেনসিক রিপোর্ট পরিবর্তনের অপচেষ্টাকারী স্বৈরাচারের দোসরের অধ্যক্ষ পদে থাকার কোনো অধিকার নেই। এই ক্যাম্পাসের তাঁর কোনো জায়গা নেই। চিকিৎসক, কর্মচারী, মেডিকেল শিক্ষার্থীরা কেউ তাঁকে চান না। তাঁর কারণে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা অধ্যক্ষ পদে এমন একজনকে চাই, যিনি এই ক্যাম্পাসকে শান্তিপূর্ণ রাখতে পারেন। সবাই তাঁর কথা মেনে চলবে। এমন একজন চাই না, যাকে কেউ চায় না। মাহফুজার রহমানকে অধ্যক্ষ পথ থেকে অপসারণ না করলে মঙ্গলবার থেকে দুই ঘণ্টা করে প্রতীকী কর্মসূচি পালন করব এবং বুধবার কলেজ ও হাসপাতালে কমপ্লিট শাটডাউন চলবে।’

অধ্যক্ষ মাহফুজার রহমানের পক্ষে নগরীর প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

এদিকে বেলা ১১টায় অধ্যক্ষ মাহফুজার রহমানে পক্ষে নগরীর প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন হয়েছে।

মানববন্ধনের বক্তারা বলেন, বিগত সরকারের দোসরা নবনিযুক্ত অধ্যক্ষ ডা. মো. মাহফুজার রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা বানোয়াট অভিযোগ তুলে অধ্যক্ষ পদে যোগদানে বাধা প্রদান করছে। মাহফুজার রহমান তাঁর যোগ্যতার ফলে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়েছেন। তিনি অধ্যক্ষ হওয়ায় বিগত সরকারের আওয়ামী লীগের দোসরা সুবিধা নিতে পারবে না বলেই তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে তাঁকে সরানোর পাঁয়তারা করছে। মাহফুজার রহমানকে রমেকের অধ্যক্ষ পদে যোগদানের বাধা দিলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন মানববন্ধন থেকে।

২৯ অক্টোবর অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মাহফুজার রহমান। এর পর থেকেই তাঁকে অব্যাহতির দাবিতে আন্দোলনে নামে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী ও  ছাত্র-জনতা। ৩১ অক্টোবর বিক্ষোভ শেষে অধ্যক্ষকে অপসারণের দাবিতে তিন দিনের আলটিমেটাম দিয়েছিলেন তাঁরা।

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড