কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুসহ তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেছেন স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার সকালে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল বাজার সংলগ্ন এলাকায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সব তথ্য নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। চালক পলাতক রয়েছেন।’