হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

৩০ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুর বক্তকে (৫৪) ৩০ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ মঙ্গলবার রংপুর র‍্যাব-১৩ এর সংবাদ বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে গত সোমবার রাতে রংপুর মহানগরীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার নুর বক্ত বালিয়াডাঙ্গী উপজেলার জাউনিয়া গ্রামের বাসিন্দা। 

বিজ্ঞপ্তিতে জানা যায়, আসামি নুর বক্ত ও তাঁর চাচাতো ভাই মসলিম উদ্দীন একই গ্রামে বসবাস করতেন। ১৯৯৩ সালের ১১ নভেম্বর জমিজমা ও পারিবারিক কলহের জের ধরে লোহার রড দিয়ে মসলিম উদ্দীনের ওপর হামলা চালান নুর বক্ত। পরে স্থানীয়রা মসলিমকে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মসলিমের স্ত্রী খাতুন বেগম বাদী হয়ে নুর বক্তকে আসামি করে ওই দিনই বালিয়াডাঙ্গী থানায় হত্যা মামলা করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা নুর বক্তকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে আদালত সাক্ষ্যপ্রমাণ শেষে নুর বক্তকে যাবজ্জীবন সাজা দেন।  

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামি নুর বক্তকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানায় পাঠানো হয়েছে।

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

ব্রাকসু নির্বাচন: মনোনয়নপত্র জমার শেষ দিনে অফিসে তালা, কর্মকর্তারা লাপাত্তা