হোম > সারা দেশ > রংপুর

রাণীশংকৈলে জন্মাল দুই মাথার ছাগলছানা, উৎসুক জনতার ভিড়

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় দুই মুখ ও চার চোখ নিয়ে একটি ছাগল ছানার জন্ম হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা (শান্তিপুর) এলাকার সোহেলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে ছাগল ছানাটি দেখতে ওই বাড়ীতে উৎসুক জনতার ভিড় জমেছে। 

সরেজমিনে দেখা গেছে, একটি ছাগলের দুটি ছানা হয়েছে। একটি স্বাভাবিক প্রকৃতির অপরটি অস্বাভাবিক প্রকৃতির। অস্বাভাবিক প্রকৃতির ছাগল ছানাটির দুটি জোড়া লাগানো মাথা। দুটি মুখ ও চারটি চোখ রয়েছে। তা ছাড়া অন্যান্য শারীরিক গঠন ঠিক রয়েছে। এমন ছাগল প্রসব হওয়ার পর এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় উৎসুক জনতা ওই ছাগল ছানা দেখতে ছাগলের মালিকের বাড়িতে ভিড় জমিয়েছেন। 

সেখানে কথা হয় স্থানীয় ফয়জুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, ‘আগে খবরে দেখেছি চার পা, জোড়া মাথা ইত্যাদি ছাগল ছানা জন্মের। এবার নিজ এলাকায় এমন প্রকৃতির ছাগল ছানা দেখলাম।’ 

আরেক ব্যক্তি সাদ্দাম হোসেন বলেন, ‘বিষয়টি চাঞ্চল্যকর ছাগলের ছানার যদি দুটি মুখ হয়। তাহলে সে খাবে কোন মুখ দিয়ে।’ 

ছাগলের মালিক সোহেল রানা বলেন, ‘আজ বৃহস্পতিবার বিকেলে গর্ভবতী ছাগলটি বাচ্চা প্রসব করে। প্রথম বাচ্চা স্বাভাবিক হলেও পরের বাচ্চাটি অস্বাভাবিক প্রকৃতির হয়। এমন ছাগল ছানা হওয়ায় এলাকায় নানা আলোচনা চলছে।’

রাণীশংকৈল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চিকিৎসক সাইদুর রহমান বলেন, ‘দুই মুখ, চার চোখ নিয়ে জন্ম নেওয়া ছাগল ছানাটি জন্মগত ত্রুটি। এটি অস্বাভাবিক ছাগল ছানা। ছাগল ছানাটি বাঁচিয়ে রাখার জন্য যাবতীয় চিকিৎসা প্রাণিসম্পদের পক্ষ থেকে দেওয়া হবে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ