হোম > সারা দেশ > দিনাজপুর

‘চুরি করতে গিয়ে’ বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে বিদ্যুতায়িত হয়ে জুয়েল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে পৌর শহরের প্রফেসর পাড়া এলাকার আজিজার রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল পৌর শহরের কৃষ্ট চাঁদপুর এলাকার দবির উদ্দিনের ছেলে। বিরামপুর থানার উপপরিদর্শক নিহার রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই বাড়ির বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাতে পৌর শহরের আজিজারের বাড়িতে চুরি করতে যান জুয়েল। পাশে নির্মাণাধীন দোতলা বাড়ির ছাদ থেকে চুরি করতে আসা বাড়ির ব্যালকনির রেলিং ধরার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যান তিনি। বেশ কিছুক্ষণ সেখানে ওই অবস্থায় থাকার পর বিকট শব্দে মাটিতে পড়ে যান। পরে বাড়ির লোকজন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে জুয়েলকে মৃত অবস্থায় দেখতে পায়।

নিহার রঞ্জন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জুয়েলকে মৃত অবস্থায় দেখতে পাই। ধারণা করা হচ্ছে, তিনি নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে চুরি করতে আসা বাড়ির বেলকনিতে আসার সময় বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের তারে জড়িয়ে রক্তশূন্য হয়ে মারা যান।’

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত আজকের পত্রিকাকে বলেন, নিহত জুয়েলের নামে বিরামপুর থানায় চুরি, মাদক, মারামারিসহ ছয়টি মামলা রয়েছে। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা