হোম > সারা দেশ > রাঙ্গামাটি

খামারে কুকুরের আক্রমণে ৬ ভেড়া নিহত

বাঘাইছড়ি, প্রতিনিধি

রাঙামাটির একটি ভেড়ার খামারে একদল কুকুরের হামলায় ছয়টি ভেড়ার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বাঘাইছড়ি পৌরসভার মধ্যমপাড়া এলাকায় কামাল হোসেনের খামারে ঘটনাটি ঘটে। এই ঘটনায় বেশ কিছু ভেড়া মারাত্মকভাবে আহত হয়। 

খামারি কামাল হোসেন জানান, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাতেও খামারের পাশে নিজের রুমে ঘুমিয়ে যান তিনি। ভোররাতে খামার থেকে ভেড়ার চিৎকারে বের হয়ে দেখেন ৮ থেকে ১০টি কুকুর তার ভেড়াগুলোকে ঘিরে ধরে কামড়াচ্ছে। 

এ সময় কুকুরগুলোকে তাড়াতে গেলে তার দিকেও তেড়ে আসে বলে জানান তিনি। পরবর্তীতে তার চিৎকারে এলাকাবাসী হাজির হলে তাদের সহযোগিতায় কুকুরগুলোকে তাড়ানো সম্ভব হয়। পরে স্থানীয় ভেটেরিনারি চিকিৎসক নুর আলম খামার পরিদর্শন করে আহত ভেড়াগুলোকে প্রয়োজনীয় চিকিৎসা দেন। 

খামারি কামাল হোসেন আরও জানান, তার খামারে ৩০টি ভেড়া রয়েছে। এর মধ্যে কুকুরের কামড়ে ছয়টি ভেড়ার মৃত্যু হয়েছে এবং ৫ থেকে ৬টি ভেড়া মারাত্মকভাবে আহত হয়েছে। সব মিলিয়ে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। 

বাঘাইছড়ি পৌরসভার প্যানেল মেয়র হুসেন কাউন্সিলর বলেন, কিছুদিন ধরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েছে অনেক লোকজনকেও কামড়ে আহত করেছে। এখন সময় এসেছে এসব বেওয়ারিশ কুকুরের বিষয়ে ব্যবস্থা নেওয়ার। 

রাঙামাটিতে বড় ফ্যাক্টর জেএসএস সমর্থকেরা

টানা ছুটিতে কাপ্তাইয়ে পর্যটকদের ভিড়, কর্ণফুলী নদী আর লেক-পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ

জেলা প্রশাসকের উপহার পেল জুরাছড়ি নারী কাবাডি দল

বড়দিন সামনে রেখে বর্ণিল সাজে সেজেছে চন্দ্রঘোনা খ্রিষ্টানপল্লি

আগুনে পুড়ল ৩ বাস ৪ দোকান

হাতির আক্রমণ থেকে সুরক্ষায় কাপ্তাই বন বিভাগের সতর্কতামূলক কার্যক্রম

কাপ্তাই হ্রদে কায়াক উল্টে পর্যটকের মৃত্যু

বারি লাউ-৪ চাষে সফলতা রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের

কাপ্তাই হ্রদে পানিস্বল্পতা, কমছে বিদ্যুৎ উৎপাদন

৪ দিন পর উৎপাদনে ফিরল কর্ণফুলী পেপার মিল