হোম > সারা দেশ > পাবনা

চা খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৭

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রতীকী ছবি

পাবনার সাঁথিয়ায় চা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৭ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার গৌরীগ্রাম দক্ষিণপাড়ায় আলাউদ্দিনের চায়ের দোকানে। আহতদের সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, উপজেলার গৌরীগ্রাম দক্ষিণপাড়ায় আলাউদ্দিনের দোকানে শুক্রবার সন্ধ্যায় একই মহল্লার রহমানের ছেলে পলাশ চা খেতে যান। চায়ের দোকানদার আলাউদ্দিন চা তৈরি করে পলাশকে দেন। ওই চায়ের কাপের মধ্যে মশা পড়ায় পলাশ ক্ষিপ্ত হয়ে চা ফেলে দেয়। এ নিয়ে দোকানদারের সঙ্গে পলাশের কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষই সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মজনু (৪৫), সাব্বির (২৫), পলাশ (২৫), আলাউদ্দিন (২৫), শফিকুল (২৫), জহুরুল (৩৫), জয়নুব খাতুন (৪৫) আহত হন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, সাঁথিয়ার গৌরীগ্রাম দক্ষিণপাড়ায় আলাউদ্দিনের চায়ের দোকানে চা খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন