নাটোরের সিংড়ায় সাপের কামড়ে নয়ন কুমার (৩৫) নামে এক কৃষক মারা গেছেন। আজ বুধবার বেলা ১২টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত কৃষক উপজেলার ধুরশন গ্রামের সুনিল কুমারের ছেলে।
নিহত কৃষকের ভাই রুপকুমার বলেন, গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় আমার ভাই নয়ন ধানের জমিতে পানিসেচ দিতে যায়। এ সময় সাপ কামড় দিলে তাঁকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রুপকুমার আরও বলেন, ওইদিন রাত ১টায় রাজশাহী মেডিকেলে ভর্তি করে আমার ভাইকে এন্টিভেনম দেওয়া হয়। পরে আজ দুপুরে তাঁর মৃত্যু হয়।
সাপের কামরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শুকাস ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ।