হোম > সারা দেশ > নাটোর

নাটোরে শালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে শ্যালিকাকে (১৪) ধর্ষণের দায়ে দুলাভাই জাহেদুল ইসলামকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত জাহেদুল ইসলামের বাড়ি লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর পূর্বপাড়া এলাকায়।

আজ সোমবার দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

নাটোর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আনিছুর রহমান জানান, ২০২১ সালের ১৫ মার্চ সকাল ১০টার দিকে ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় আত্মীয়ের বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। মেয়েটি তার স্ত্রীর আপন বোন।

এ ঘটনার পরের দিন ভিকটিমের বাবা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জাহেদুল ইসলামের আত্মীয়ের বাড়ি থেকে ভিকটিমসহ জাহেদুল ইসলামকে লালপুর থানায় নিয়ে আসে। পরে তাঁকে আসামি করে ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলাটি সাক্ষ্য গ্রহণ এবং শুনানি শেষে দোষী সাব্যস্ত হওয়ায় জাহেদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানার অর্থ ভিকটিম প্রদান করার আদেশ দেন বিচারক।

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু