হোম > সারা দেশ > রাজশাহী

পাবনায় কনটেন্ট ক্রিয়েটরের বাড়িতে হামলা-লুটপাট, থানায় মামলা

পাবনা প্রতিনিধি

হামলায় সাজিদ সাইমুমের ভাঙচুর করা ঘরের আসবাবপত্র। আজ রোববার দুপুরে পাবনার সুজানগর উপজেলার চর জোড়পুকুরিয়া গ্রামে। ছবি: আজকের পত্রিকা।

ভারত ও ফ্যাসিস্টবিরোধী কনটেন্ট তৈরি করায় পাবনার সুজানগরে কনটেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চর জোড়পুকুরিয়া গ্রামে কনটেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আজ রোববার দুপুরে সুজানগর থানায় মামলা করেছেন ভুক্তভোগী সাজিদ সাইমুম।

হামলায় সাজিদ সাইমুমের ভাঙচুর করা ঘরের আসবাবপত্র। আজ রোববার দুপুরে পাবনার সুজানগর উপজেলার চর জোড়পুকুরিয়া গ্রামে। ছবি: আজকের পত্রিকা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভারত ও ফ্যাসিস্টবিরোধী কনটেন্ট তৈরি করে নিজের ফেসবুক পেজে পোস্ট করতেন সাজিদ সাইমুম। এতে ক্ষুব্ধ হন স্থানীয় আওয়ামী লীগের সমর্থক কিছু ব্যক্তি। এর জেরে গতকাল সন্ধ্যায় আমিরুল ইসলাম হোসেন, রফিকুল ইসলাম, জামাল উদ্দিন, মুক্তার হোসেনসহ ১৫ থেকে ২০ জন আওয়ামী লীগের অনুসারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাইমুমের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালান। পরে বাড়ির লোকজনকে মারধর করে চলে যান। যাওয়ার সময় এ ধরনের ভিডিও তৈরি না করার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে যান।

হামলায় সাজিদ সাইমুমের ভাঙচুর করা ঘরের আসবাবপত্র। আজ রোববার দুপুরে পাবনার সুজানগর উপজেলার চর জোড়পুকুরিয়া গ্রামে। ছবি: আজকের পত্রিকা।

ভুক্তভোগী সাজিদ সাইমুম বলেন, ‘ঘটনার পর থেকে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। তাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত এসব আওয়ামী সন্ত্রাসীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানতে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার পর থেকে তাঁরা পলাতক রয়েছেন। এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী