৫ বছর ধরে ভেঙে থাকা জনগুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ বাস্তবায়নে তেমন অগ্রগতি না থাকায় অবশেষে বাঁশের সাঁকো তৈরি করে চলাচলের উপযোগী করেছেন স্থানীয়রা। গত বুধবার স্থানীয়ভাবে এই সাঁকো তৈরি করে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট মেডিকেল মোড় হতে মহানন্দা নদীর পাড় যাওয়া রাস্তার মুন্সিগঞ্জহাট নামক স্থানে জনগুরুত্বপূর্ণ একটি ব্রিজ ২০১৭ সালের ১২ মে অতিরিক্ত পানির তোড়ে ভেঙে যায়। ভেঙে যাওয়া ব্রিজটি নির্মাণে কর্মকর্তা, জনপ্রতিনিধিদের পরিদর্শন নির্মাণ বাস্তবায়নে নানা প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা চিন্তা করে পারাপারের জন্য বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করা হলো বাঁশের সাঁকো। নিজস্ব অর্থায়নে ব্রিজটি নির্মাণ করলেন উদীয়মান সমাজসেবক গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. রফিকুল ইসলাম রানা।
সাঁকো নির্মাণ শেষে বিকেল ৫টার দিকে মো. রফিকুল ইসলাম রানা স্থানীয় ব্যক্তি প্রভাষক মো. ইরফান আলী, প্রভাষক মো. ফয়েজুল ইসলাম, মো. জামাল উদ্দিন মরু, মো. আক্তারুল ইসলাম, মো. মইনুদ্দিনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে মানুষের চলাচল উন্মুক্ত করে দেওয়া হয়।
উল্লেখ্য, ব্রিজটি নির্মাণকাজ শুরু করতে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে বলে স্থানীয় সংসদ সদস্য সূত্রে জানা গেছে।