হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে আমের ট্রাক ও গরুবাহী পিকআপের সংঘর্ষ, শিশুসহ নিহত ৪ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গায় আমবোঝাই ট্রাক ও গরুবাহী পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছে। এ সময় তিনটি গরুর মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন গাইবান্ধা জেলার হাসিলকান্দি গ্রামের সবুর হোসেনের ছেলে রাব্বি (২৫), গাইবান্ধা সদরের ফুলকড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (২৭), নাটোর জেলার বাগাতিপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে রানা (৩৫) এবং একই গ্রামের শরীফুল ইসলামের ছেলে আয়েন (৪)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর আজকের পত্রিকাকে বলেন, সকালে রাজশাহী থেকে আমবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় পৌঁছালে একটি গরুবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ সময় পিকআপ ভ্যানে থাকা তিনটি গরুর মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেন।

ওসি আরও বলেন, ঈদের আগে গরু নিয়ে ঢাকায় গিয়েছিলেন ব্যাপারী রানা। অবিক্রীত গরু নিয়ে আজ তিনি নাটোরে ফিরছিলেন। সকালে সড়ক দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়। তবে নিহতদের মধ্যে পিকআপ ভানের চালক ও হেলপার রয়েছেন। তাঁদের চিহ্নিত করা যায়নি।

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী