বগুড়ায় মেয়ের বাড়ি যাওয়ার সময় ট্রাকচাপায় জুয়েল আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের গোদারপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল আলী (৫০) জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কালাঞ্চ গ্রামের কছিমুদ্দীনের ছেলে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জুয়েলের প্রতিবেশী বাবু মিয়ার বরাত দিয়ে ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, বগুড়া শহরে জুয়েল আলীর মেয়ের বিয়ে হয়। সেখানেই সকালে অটোরিকশায় যাচ্ছিলেন তিনি। পথে শহরের গোদারপাড়া বাজারে একটি ট্রাক ওই অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।