হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

তাড়াশে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ২ কোটি টাকার বিল বকেয়া 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের গত বছরের প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বকেয়া বিল তুলতে পুরো উপজেলায় মাইকিং করা হচ্ছে। উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামের গ্রাহকেরা এই বকেয়া করে রেখেছেন। 

তাড়াশ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস সূত্রে জানা গেছে, শতভাগ বিদ্যুতের উপজেলা তাড়াশে পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় উপজেলার আট ইউনিয়ন ও একটি পৌরসভায় তাদের প্রায় ৬১ হাজার গ্রাহক রয়েছেন। কিন্তু গত বছর গ্রাহকেরা প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ না করে বকেয়া রেখেছেন। এই বকেয়া বিল তুলতে পৌর শহরসহ বিভিন্ন স্থানে সতর্কতামূলক মাইকিং শুরু করা হয়েছে। 

এতে জানানো হচ্ছে, আগামী ১০ কার্যদিবসের মধ্যে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করলে বিল বকেয়া রাখার দায়ে গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। 

এ প্রসঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির তাড়াশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আশরাফ আলী খান বলেন, সারা বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার পরও গ্রাহকেরা বিদ্যুৎ বিল বকেয়া রেখেছেন। বিষয়টি দুঃখজনক। এ জন্য বিদ্যুৎ বিল বকেয়া রাখা গ্রাহকদের জন্য সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে। 

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী