হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

তাড়াশে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ২ কোটি টাকার বিল বকেয়া 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের গত বছরের প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বকেয়া বিল তুলতে পুরো উপজেলায় মাইকিং করা হচ্ছে। উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামের গ্রাহকেরা এই বকেয়া করে রেখেছেন। 

তাড়াশ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস সূত্রে জানা গেছে, শতভাগ বিদ্যুতের উপজেলা তাড়াশে পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় উপজেলার আট ইউনিয়ন ও একটি পৌরসভায় তাদের প্রায় ৬১ হাজার গ্রাহক রয়েছেন। কিন্তু গত বছর গ্রাহকেরা প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ না করে বকেয়া রেখেছেন। এই বকেয়া বিল তুলতে পৌর শহরসহ বিভিন্ন স্থানে সতর্কতামূলক মাইকিং শুরু করা হয়েছে। 

এতে জানানো হচ্ছে, আগামী ১০ কার্যদিবসের মধ্যে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করলে বিল বকেয়া রাখার দায়ে গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। 

এ প্রসঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির তাড়াশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আশরাফ আলী খান বলেন, সারা বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার পরও গ্রাহকেরা বিদ্যুৎ বিল বকেয়া রেখেছেন। বিষয়টি দুঃখজনক। এ জন্য বিদ্যুৎ বিল বকেয়া রাখা গ্রাহকদের জন্য সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে। 

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর