হোম > সারা দেশ > রাজশাহী

‘রামেক হাসপাতালের সেবা নিয়ে মানুষের ভুল ধারণা পাল্টেছে’

রাজশাহী প্রতিনিধি

একটা সময় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল নিয়ে মানুষের ভুল ধারণা ছিল। মানুষ মনে করত, এই হাসপাতালে এলে চিকিৎসা পাওয়া যায় না। কিন্তু রামেক হাসপাতাল সম্পর্কে মানুষের এই ভুল ধারণা পাল্টে গেছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-২ (সদর) আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।

আজ বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামিম ইয়াজদানীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি। 

সাংসদ ফজলে হোসেন বাদশা হাসপাতালটির পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। করোনাকালীন চিকিৎসকদের অবদান তুলে ধরে তিনি বলেন, হাসপাতাল খুব সেনসিটিভ জায়গা। এখানে মানুষের জীবন-মৃত্যুর বিষয় জড়িত। করোনার সময় এখানকার ডাক্তারেরা যেভাবে সেবা দিয়েছেন, সেটি প্রশংসনীয়। করোনার সময় প্রায় ১৫ হাজারের ওপর মানুষ সেবা পেয়েছেন বলে জেনেছি। এটি নিঃসন্দেহে একটি মহৎ কাজ। 

সাংসদ আরও বলেন, ‘রামেক হাসপাতালের সেবার মান বেড়েছে। তবে এখনো বেডের সংখ্যা কম। তাই বেডের সংখ্যা বাড়াতে হবে, যাতে প্রত্যেকে চিকিৎসা সেবা পায়। বেড বাড়ানোর জন্য আমরা চেষ্টা করব। হাসপাতাল যেন আরও রোগীবান্ধব হয়, তার জন্যও কাজ করব।’ 

সৌজন্য সাক্ষাতের সময় চিকিৎসাসেবা প্রদানে দেশের সেরা তিনটি হাসপাতালের মধ্যে রামেক হাসপাতাল একটি হওয়ায় হাসপাতালের পরিচালক ও অন্য চিকিৎসকদের ফুলের শুভেচ্ছা জানান সাংসদ।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী; নাক, কান ও গলা বিভাগের আবাসিক সার্জন ডা. সুব্রত সরকার; সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. এম এস রায়; মেডিসিন বিভাগের আবাসিক সার্জন ডা. পার্থ মণি ভট্টাচার্য; রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক হাফিজুর রহমান; গাইনি বিভাগের প্রধান ডা. রোকেয়া খাতুন প্রমুখ। 

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে