রাজশাহীর বাঘায় বিদেশি পিস্তুলসহ আজিবুল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার রাতে উপজেলার হেলালপুর এলাকার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে অস্ত্র আইনে থানায় মামলা রুজু করা হয়।
গ্রেপ্তার যুবক রাজশাহীর বেলপুকুর থানার জামিরা (দক্ষিণপাড়া) গ্রামের জনাব আলীর ছেলে।
র্যাব-৫ রাজশাহীর কোম্পানি কমান্ডারের কার্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই এলাকায় অপারেশন চালানোর সময় পালানোর চেষ্টা করলে আজিবুলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে অবৈধ অস্ত্র ও গুলি আছে বলে জানায়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘র্যাব-৫ এর পক্ষ থেকে সহকারী পরিদর্শক (এসআই) রাজিউর রহমান বাদী হয়ে আজিবুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’