হোম > সারা দেশ > রাজশাহী

বড়াইগ্রামে বেলাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কৃষক বেলাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও পরিবারের সদস্যরা। আজ বুধবার সকালে উপজেলার মশিন্দা গ্রামে বেলালের পরিবার এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। 

মানববন্ধনে বক্তব্য দেন নিহত বেলালের স্ত্রী আনোয়ারা বেগম, ছেলে আতাউর রহমান, আনিসুর রহমান, বোন আমেনা বেগম, ভাই দুলাল মণ্ডল, মোজাম্মেল মণ্ডল, মোদাস্সের মণ্ডল, ভাগিনা মাততাব উদ্দিন, শহিদুল ইসলাম, মিঠু সরকার, সোহরাব হোসেন, মুজিবুর রহমান প্রমুখ। 

ছেলে আতাউর রহমান বলেন, আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে এসে নানা রকম হুমকি-ধমকি দিচ্ছে। তারা বলছে, একটি হত্যা করলেও ফাঁসি, দুই-তিনটি হত্যা করলেও ফাঁসি। তাই আমাদের মামলা প্রত্যাহার করে নিতে হবে। না হলে আবার হত্যা করা হবে। 

মামলার আসামি আব্দুল খালেকের ভাতিজা মো. কামরুল হাসান বলেন, ‘আমরা তো গ্রামেই যেতে পারছি না। হুমকি দেওয়ার তো প্রশ্নই আসে না। আমাদের প্রভাষক লুৎফর রহামাকে মিথ্যা আসামি করে তাঁর বাড়ি লুটপাট করা হয়েছে। রাতের আঁধারে জানালা ভেঙে নিয়ে গেছে।’ 

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়