নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কৃষক বেলাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও পরিবারের সদস্যরা। আজ বুধবার সকালে উপজেলার মশিন্দা গ্রামে বেলালের পরিবার এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত বেলালের স্ত্রী আনোয়ারা বেগম, ছেলে আতাউর রহমান, আনিসুর রহমান, বোন আমেনা বেগম, ভাই দুলাল মণ্ডল, মোজাম্মেল মণ্ডল, মোদাস্সের মণ্ডল, ভাগিনা মাততাব উদ্দিন, শহিদুল ইসলাম, মিঠু সরকার, সোহরাব হোসেন, মুজিবুর রহমান প্রমুখ।
ছেলে আতাউর রহমান বলেন, আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে এসে নানা রকম হুমকি-ধমকি দিচ্ছে। তারা বলছে, একটি হত্যা করলেও ফাঁসি, দুই-তিনটি হত্যা করলেও ফাঁসি। তাই আমাদের মামলা প্রত্যাহার করে নিতে হবে। না হলে আবার হত্যা করা হবে।
মামলার আসামি আব্দুল খালেকের ভাতিজা মো. কামরুল হাসান বলেন, ‘আমরা তো গ্রামেই যেতে পারছি না। হুমকি দেওয়ার তো প্রশ্নই আসে না। আমাদের প্রভাষক লুৎফর রহামাকে মিথ্যা আসামি করে তাঁর বাড়ি লুটপাট করা হয়েছে। রাতের আঁধারে জানালা ভেঙে নিয়ে গেছে।’