হোম > সারা দেশ > রাজশাহী

নন্দনগাছিতে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে তিন ঘণ্টা রেলপথ অবরোধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নন্দনগাছি রেলস্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি রেলস্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। বুধবার (১১ জুন) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টা অবরোধ চলায় রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল বন্ধ থাকে।

এ সময় সাগরদাঁড়ি এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন চলাচলে বাধা সৃষ্টি হয়। ঈদের ছুটি শেষে ঢাকাসহ অন্যান্য শহরে ফিরতে গিয়ে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

স্থানীয়দের দাবি, শতবর্ষী নন্দনগাছি স্টেশনে অন্তত চারটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি ও স্টেশন সংস্কার প্রয়োজন। দাবি না মানলে আবারও ২০ জুন রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

নন্দনগাছি রেলস্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। পরে তিনি নিজেই উপস্থিত থেকে অবরোধ তুলে নিতে আন্দোলনকারীদের রাজি করান।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম বলেন, ‘দাবিগুলো শোনা হয়েছে। তবে ঈদের সময় এভাবে অবরোধ করে যাত্রীদের ভোগান্তিতে ফেলা উচিত হয়নি।’

তিনি জানান, অবরোধের কারণে ঢাকাগামী অন্তত তিনটি ট্রেনের সিডিউল বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর