হোম > সারা দেশ > রাজশাহী

নন্দনগাছিতে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে তিন ঘণ্টা রেলপথ অবরোধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নন্দনগাছি রেলস্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি রেলস্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। বুধবার (১১ জুন) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টা অবরোধ চলায় রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল বন্ধ থাকে।

এ সময় সাগরদাঁড়ি এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন চলাচলে বাধা সৃষ্টি হয়। ঈদের ছুটি শেষে ঢাকাসহ অন্যান্য শহরে ফিরতে গিয়ে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

স্থানীয়দের দাবি, শতবর্ষী নন্দনগাছি স্টেশনে অন্তত চারটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি ও স্টেশন সংস্কার প্রয়োজন। দাবি না মানলে আবারও ২০ জুন রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

নন্দনগাছি রেলস্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। পরে তিনি নিজেই উপস্থিত থেকে অবরোধ তুলে নিতে আন্দোলনকারীদের রাজি করান।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম বলেন, ‘দাবিগুলো শোনা হয়েছে। তবে ঈদের সময় এভাবে অবরোধ করে যাত্রীদের ভোগান্তিতে ফেলা উচিত হয়নি।’

তিনি জানান, অবরোধের কারণে ঢাকাগামী অন্তত তিনটি ট্রেনের সিডিউল বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী