হোম > সারা দেশ > নওগাঁ

ছদ্মবেশে নির্বাচন কার্যালয়ে দুদক, নগদ লেনদেনের প্রমাণ

­­­নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলা নির্বাচন কার্যালয়ে অভিযান চালায় দুদক। ছবি: আজকের পত্রিকা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, সংগ্রহ, ঠিকানা পরিবর্তনসহ বিভিন্ন সেবার ক্ষেত্রে হয়রানির অভিযোগে নওগাঁ জেলা নির্বাচন কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুপুরে দুদকের একটি দল এই অভিযান চালায়। অভিযানের সময় নগদ অর্থ লেনদেনের প্রমাণ মেলে বলে জানানো হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা। তিনি বলেন, সেবাপ্রত্যাশীদের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর প্রথমে ছদ্মবেশে অফিসে প্রবেশ করা হয়। তখন প্রত্যেক সেবাপ্রত্যাশীর কাছ থেকে অর্থ নেওয়া হচ্ছিল।

তিনি আরও জানান, এই অফিসে সরাসরি নগদ টাকা লেনদেনের সুযোগ নেই। কিন্তু দেখা গেছে, প্রত্যেক সেবাপ্রত্যাশীর কাছ থেকে অতিরিক্ত চার্জ হিসেবে ১০০ টাকা নেওয়া হচ্ছে।

পরে জেলা নির্বাচন কর্মকর্তাকে ডেকে সরেজমিনে এসব অনিয়ম দেখানো হয়। এরপর কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়। যাচাই-বাছাই শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনের কাছে দাখিল করা হবে।

তবে নগদ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব। তিনি জানান, নির্বাচন অফিসে সরাসরি নগদ লেনদেনের কোনো সুযোগ নেই। এনআইডি সংশোধনের নির্ধারিত ফি অনলাইন ব্যাংকিং বা চালানের মাধ্যমে জমা দিতে হয়।

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে