বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাসান আহমেদ জেমস মল্লিকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে মথুরাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সমাবেশের আয়োজন করেন।
মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাসান আহমেদ জেমস মল্লিক, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম, সদস্য নুরুল আমিন চাঁন, আল হেলাল, ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক গোলাম মুর্তজা, সহসভাপতি আব্দুল কাদের, শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক লিটন, যুবলীগ নেতা প্রভাষক জাহাঙ্গীর আলম ডলার ও মামদুদুর রহমান।
সমাবেশে বক্তারা নৌকা প্রতীকের প্রার্থীর ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পরে নেতা কর্মীরা মথুরাপুর বাজারে বিক্ষোভ মিছিল করেন।