বগুড়ার নন্দীগ্রামে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি আব্দুস সালামকে (৫০) আটক করা হয়েছে। আজ রোববার রাতে নন্দীগ্রাম পৌর এলাকা থেকে তাঁকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে।
নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুস সালামকে থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’
স্থানীয় ও পুলিশ সূত্র বলছে, উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি আব্দুস সালাম অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর ধরে ধর্ষণ করে আসছিলেন। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে ওই বাড়ি থেকে গ্রামবাসী তাঁকে আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ওই ছাত্রী বলে, ‘আমাকে বিয়ের কথা বলে অনেকবার ধর্ষণ করেছে আব্দুস সালাম। আমার পেটে বাচ্চা এসেছিল। সেটিও নষ্ট করায় সে। বিয়ের কথা বলে ৩ লাখ ৫০ হাজার টাকাও নিয়েছে। আমি এর বিচার চাই।’