সিএনজিচালিত অটোরিকশায় করে বগুড়ায় যাওয়ার সময় ৪০ বোতল ফেনসিডিলসহ মা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। আজ সোমবার সকালে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ আগে গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার নুনগোলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মীর মনির হোসেন।
গ্রেপ্তারকৃত দুজন হলেন বগুড়া শহরের মালতিনগর দক্ষিণপাড়ার মোছা. মাহফুজা বেগম (৫০) ও ছেলে রতন মিয়া (৩০)।
র্যাব বলছে, গ্রেপ্তারকৃত রতনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক, চাঁদাবাজিসহ বগুড়া জেলার বিভিন্ন থানায় প্রায় ১০টি মামলার খোঁজ পাওয়া গেছে। রতনের মা মাহফুজা ২০১৩ সাল থেকে মাদকের কারবার করেন। তাঁর বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসপি মীর মনির হোসেন বলেন, ‘গোপন সংবাদ ছিল নওগাঁ থেকে দুজন সিএনজিচালিত অটোরিকশাযোগে বগুড়ায় ফেনসিডিল নিয়ে আসছে। এ তথ্যের ভিত্তিতে সদরের নুনগোলায় মা-ছেলেকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’