মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মোড়ক না থাকায় চাঁপাইনবাবগঞ্জে দুটি ফার্মেসিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার সদর উপজেলার দ্বারিয়াপুর বাজারে অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করা হয়।
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের দ্বারিয়াপুর বাজারের একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৭ হাজার টাকা ও পণ্যের মোড়কীকরণ না করায় একটি জর্দার দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. মাসুম আলী আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তার স্বার্থ রক্ষার্থে আগামীতে এমন অভিযান অব্যাহত থাকবে।’