হোম > সারা দেশ > রাজশাহী

থানা ফটকে টিকটক করে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী। ছবি: আজকের পত্রিকা

নাটোরের বড়াইগ্রামে থানার মূল ফটকে টিকটক করা আওয়ামী লীগ নেত্রী শিউলী খাতুনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বড়াইগ্রাম পৌর এলাকার লক্ষ্মীপুর বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।

শিউলী খাতুন জেলা শ্রমিক লীগের মহিলাবিষয়ক সম্পাদক, বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের মামুনুর রশীদের স্ত্রী। এ ছাড়া তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন।

থানা সূত্রে জানা গেছে, গতকাল থানার মূল ফটকে টিকটক ভিডিও ধারণ করেন ওই নেত্রী। এরপর সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়।

জানতে চাইলে গ্রেপ্তারের সময় শিউলী আজকের পত্রিকাকে বলেন, ‘টিকটক করা আমার নেশা। সে কারণেই ভিডিওটি ধারণ করেছিলাম। তবে, এখন বুঝতে পারছি থানার সামনে কাজটি করা ঠিক হয়নি।’

এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘থানার সকলের অগোচরে ভিডিওটি ধারণ করা হয়েছে। বিষয়টি সংবাদকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি। তাকে আটকের পর চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার