হোম > সারা দেশ > রাজশাহী

থানা ফটকে টিকটক করে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী। ছবি: আজকের পত্রিকা

নাটোরের বড়াইগ্রামে থানার মূল ফটকে টিকটক করা আওয়ামী লীগ নেত্রী শিউলী খাতুনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বড়াইগ্রাম পৌর এলাকার লক্ষ্মীপুর বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।

শিউলী খাতুন জেলা শ্রমিক লীগের মহিলাবিষয়ক সম্পাদক, বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের মামুনুর রশীদের স্ত্রী। এ ছাড়া তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন।

থানা সূত্রে জানা গেছে, গতকাল থানার মূল ফটকে টিকটক ভিডিও ধারণ করেন ওই নেত্রী। এরপর সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়।

জানতে চাইলে গ্রেপ্তারের সময় শিউলী আজকের পত্রিকাকে বলেন, ‘টিকটক করা আমার নেশা। সে কারণেই ভিডিওটি ধারণ করেছিলাম। তবে, এখন বুঝতে পারছি থানার সামনে কাজটি করা ঠিক হয়নি।’

এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘থানার সকলের অগোচরে ভিডিওটি ধারণ করা হয়েছে। বিষয়টি সংবাদকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি। তাকে আটকের পর চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

মৎস্যজীবী পরিচয়ে পুকুর ইজারা যুবলীগ নেতার

সেলিম রেজার মনোনয়নে কনকচাঁপার ‘আলহামদুলিল্লাহ’

কণ্ঠশিল্পী কনকচাঁপা বাদ, বিএনপির মনোনয়ন পেলেন সেলিম

ঈশ্বরদীর মা কুকুরকে দেওয়া হলো দুই ছানা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

রাজশাহীতে ট্রাকচাপায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ

রাজশাহীর রাজবাড়ি ভাঙার কাজ বন্ধ করল প্রশাসন

সাংবাদিকদের তালাবদ্ধ রাখার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি

রাজশাহীর ১১ পয়েন্টে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল

রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হলো রাজবাড়ী