হোম > সারা দেশ > রাজশাহী

থানা ফটকে টিকটক করে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী। ছবি: আজকের পত্রিকা

নাটোরের বড়াইগ্রামে থানার মূল ফটকে টিকটক করা আওয়ামী লীগ নেত্রী শিউলী খাতুনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বড়াইগ্রাম পৌর এলাকার লক্ষ্মীপুর বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।

শিউলী খাতুন জেলা শ্রমিক লীগের মহিলাবিষয়ক সম্পাদক, বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের মামুনুর রশীদের স্ত্রী। এ ছাড়া তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন।

থানা সূত্রে জানা গেছে, গতকাল থানার মূল ফটকে টিকটক ভিডিও ধারণ করেন ওই নেত্রী। এরপর সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়।

জানতে চাইলে গ্রেপ্তারের সময় শিউলী আজকের পত্রিকাকে বলেন, ‘টিকটক করা আমার নেশা। সে কারণেই ভিডিওটি ধারণ করেছিলাম। তবে, এখন বুঝতে পারছি থানার সামনে কাজটি করা ঠিক হয়নি।’

এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘থানার সকলের অগোচরে ভিডিওটি ধারণ করা হয়েছে। বিষয়টি সংবাদকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি। তাকে আটকের পর চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা