হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

তাড়াশে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসচালক নিহত

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম শফি (৪৫) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ১০ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম সিরাজগঞ্জের তাড়াশ পৌরসদরের মৃত গঞ্জের আলী ফকিরের ছেলে। তাড়াশ উপজেলা মাইক্রোবাস মালিক ও চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঈদের পরদিন নাটোরের কাছিকাটা এলাকা থেকে যাত্রী নিয়ে কক্সবাজার যান শফিকুল। ভ্রমণ শেষে যাত্রী নামিয়ে শুক্রবার ভোরে মাইক্রোবাস নিয়ে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন তিনি। পথিমধ্যে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ১০ নম্বর ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শফিকুল গুরুতর আহত হন।

পরে বনপাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের সহকারী লিডার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর