রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। বিভাগটির নতুন নাম সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএমই)। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নাম পরিবর্তন করা হয়।
সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ১০৭তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরবর্তী সিরিজের জন্য নতুন এই নাম কার্যকর হবে।