হোম > সারা দেশ > রাজশাহী

উল্লাপাড়ায় বিল জুড়ে পদ্মফুলের সমাহার

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

সিরাজগঞ্জের উল্লাপাড়ার তিতারগাড়া বিলে আবাদি জমিতে এখন পদ্মফুলের সমাহার। বছর যেতেই এ ফুলের গাছ আরও জমিতে ছড়িয়ে পড়ছে। বর্ষাকালে জমিতে পানি হতেই যার দেখা মিলছে। অনেকেই এখানে পদ্ম ফুল দেখতে আসছেন। ফুল বিক্রিকে পেশা হিসেবে নিতেও শুরু করেছেন এখানকার মানুষজন। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ব্রক্ষমকপালিয়া গ্রামের আবাদি মাঠের বিঘা বিশেক জমি জুড়ে পদ্মফুল ফুটেছে। জমিতে মৌসুমে ইরি বোরো ধান ফসলের আবাদ করা হয়। স্থানীয়দের কাছে পুরো মাঠ এলাকা তিতারগাড়া বিল নামে পরিচিতি পেয়েছে। 

ব্রক্ষমকপালিয়া গ্রামের আছাদুল ইসলাম ও নুর আলমসহ একাধিক ব্যক্তি বলেন, বছর তিনেক আগে বর্ষাকালে একটি জমিতে তিন থেকে চারটি পদ্মফুলের গাছ দেখা গিয়েছিল এবং ফুল ফুটেছিল। এর পরের বছর থেকেই পদ্মফুল বেড়ে এখন বিঘা বিশেক জমিতে ছড়িয়েছে। 

এলাকার এক যুবক জানান, ব্রক্ষমকপালিয়া গ্রামের ছিদাম ও সুশীলসহ অন্য এলাকার কয়েকজন এখানকার পদ্মফুল বিক্রি পেশায় জড়িত হয়েছেন। মাস খানিক হলো ভোরে এরা জমিতে নেমে ফুল তুলে বিভিন্ন এলাকায় গিয়ে বিক্রি করে। জমির মালিকেরা এতে বাধা দেওয়া কিংবা কোনো টাকা নেন না। 

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আজমল হক বলেন, এটি জলজ উদ্ভিদ। এর বীজ এনে মাটিতে ফেললে বর্ষাকালে জমিতে কিংবা বিলে পানি হলে পদ্ম গাছ জন্ম নেয় ও ফুল ফোটে। আর এটি দেখতে অনেক সুন্দর।   

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী