হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ইজারা নিয়ে দ্বন্দ্ব, বিএনপির নেতাকে হাতুড়িপেটা

সিরাজগঞ্জ প্রতিনিধি  

আহত বিএনপির নেতা আজাদ হোসেন। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের উল্লাপাড়া অটোরিকশার স্ট্যান্ডের ইজারার টাকা তোলা নিয়ে দ্বন্দ্বের জেরে উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেনকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির নেতা-কর্মীদের বিরুদ্ধে। তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়েছে।

আজ শুক্রবার দুপুরে থানা গেটের সামনে বিএনপির নেতার ওপর হামলার ঘটনা ঘটে। হামলার জন্য জামায়াতের কর্মীদের দায়ী করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, শুক্রবার উপজেলা মসজিদে জুমার নামাজ পড়ে বিএনপির নেতা আজাদ হোসেন উল্লাপাড়া মডেল থানা গেটের সামনে গেলে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা তাঁকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। পরে এলোপাতাড়ি মারধর করেন।

উল্লাপাড়া উপজেলা যুবদলের সদস্যসচিব নিক্সন কুমার আমিন বলেন, ‘উল্লাপাড়া পৌর এলাকায় সিএনজিস্ট্যান্ডের ইজারা পেয়েছেন জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে জামায়াতের নেতা-কর্মীরা ইজারা তুলতে এসে উল্লাপাড়া মোটর মালিক সমিতির অফিসের কক্ষ থেকে শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নামিয়ে ফেলতে বলেন। আজাদ হোসেন মোটর মালিক সমিতির কার্যালয়ে নিয়মিত যাতায়াত করেন। এ নিয়ে আজাদের পক্ষের লোকজনের সঙ্গে জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জেরে আজ শুক্রবার উপজেলা মসজিদে জুমার নামাজ পড়ে আজাদ হোসেন উল্লাপাড়া মডেল থানার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জামায়াতের নেতা-কর্মীরা প্রথমে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। পরে এলোপাতাড়ি মারধর করলে আজাদ গুরুতর আহত হন।’

সিরাজগঞ্জে ইজারার টাকা তোলা নিয়ে দ্বন্দ্বে বিএনপির নেতাকে মারধর করা হয়। ছবি: সংগৃহীত

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী জহুরুল ইসলাম পিনু বলেন, ‘এ বছর জামায়াতের পক্ষ থেকে উল্লাপাড়া পৌর এলাকায় সিএনজিস্ট্যান্ড ইজারা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জামায়াতের নেতা-কর্মীরা ইজারার টাকা তুলতে গেলে বিএনপির নেতা আজাদ হোসেনের লোকজন বাধা দেন। আজ শুক্রবারও বাধা দিলে আজাদের ওপর হামলার ঘটনা ঘটে।’

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক নিয়ামুল হক বলেন, সিএনজিস্ট্যান্ডের ইজারা নিয়ে বিএনপির নেতা আজাদের ওপর হামলার ঘটনা ঘটে। আহত আজাদকে বগুড়া থেকে ঢাকায় নেওয়া হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা