সিরাজগঞ্জের শাহজাদপুরে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনছুর মোল্লা নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে মামলা হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনছুর মোল্লা শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট মনছুর মোল্লা ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে মনছুর মোল্লাকে হাতেনাতে আটক করে পিটুনি দেন। পরে তিনি পালিয়ে গিয়ে এতদিন আত্মগোপনে ছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিস বৈঠকে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু শিশুটির পরিবার সালিস বৈঠকের সিদ্ধান্ত মানতে নারাজ।
এ বিষয়ে জানতে চাইলে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা আজকের পত্রিকাকে বলেন, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে তার বাবা মনছুর মোল্লার বিরুদ্ধে মামলা করেছেন। সেই মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।