হোম > সারা দেশ > রাজশাহী

পুঠিয়ায় রথমেলায় মাদক বেচাকেনার অভিযোগ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় রথমেলা ঘিরে কয়েকটি স্থানে মাদক বেচাকেনার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় চিহ্নিত একটি মাদক বিক্রেতা চক্র এই কাজ করছে।

জানা গেছে, উপজেলার রাজবাড়ী মাঠে গত ২১ জুন শুরু হওয়া রথমেলা চলবে আগামীকাল পর্যন্ত। আয়োজক কমিটি এ উপলক্ষে রাজবাড়ী মাঠে খেলাধুলা ও বিভিন্ন পণ্য বিক্রির স্টল বসিয়েছে। এই মেলা ঘিরে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর আনাগোনা বেড়ে যায়।

সেলিম রেজা নামে মেলায় আসা এক দর্শনার্থী বলেন, ‘কিছু লোককে মেলার আনাচ-কানাচে মাদক সেবন করতে দেখেছি। এই মেলায় আমি আগেও এসেছি, কিন্তু এমন দৃশ্য আর দেখিনি। এমন হতে থাকলে এই মেলায় সাধারণ মানুষ আসা বন্ধ করে দেবে।’

মেলার ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, একটি চক্র মেলাজুড়ে বিচরণ করছে। তারা প্যান্টের পকেটে ইয়াবা, হেরোইন, গাঁজা নিয়ে ঘোরে। হাঁটাচলার মধ্যেই তারা এসব বিক্রি করছে। পাশের একটি বাড়ি থেকে ফেনসিডিল সরবরাহ করা হচ্ছে। মাদক ব্যবসায়ীরা প্রভাবশালীদের মদদে চলে। যে কারণে প্রাণভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।

তবে রথমেলা আয়োজক কমিটির সভাপতি চঞ্চল চৌধুরী বলেন, ‘মেলায় মাদক বিক্রি বা বেআইনি কোনো কাজ হচ্ছে কি না জানা নেই। যদি হয়ে থাকে, তবে তা পুলিশ-প্রশাসন দেখবে।’

এ ব্যাপারে জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, মেলায় মাদক কেনাবেচার বিষয়টি জানা নেই। তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার