হোম > সারা দেশ > নওগাঁ

ব্যাংক থেকে ফেরার পথে জ্ঞান হারান ব্যবসায়ী, খোয়া গেল ৯ লাখ টাকা 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে জ্ঞান হারিয়ে ৯ লাখ টাকা খোয়া গেছে এক ব্যবসায়ীর। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ওই ব্যবসায়ীর নাম বজলুর রশিদ। তিনি পেশায় ধান আড়তদার ব্যবসায়ী ও আবাদপুকুর বাজার উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় সোমবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যবসায়ী বজলুর রশিদ আবাদপুকুর বাজার উত্তরপাড়া গ্রামের মৃত্যু মোহসীন আলীর ছেলে।

বজলুর রশিদের বড় ভাই দুলাল হোসেন জানান, ব্যবসার প্রয়োজনে আবাদপুকুর বাজার আইএফআইসি শাখা থেকে সোমবার সাড়ে ১০টা নাগাদ ৯ লাখ টাকা তোলে। এর পর মাছ বাজারে যায়। সেখান থেকে হেঁটে বাড়ি ফেরার সময় বাজার বেবিস্ট্যান্ডের আরাফাত মার্কেট পার হওয়ার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় লোকজন দেখতে পেয়ে তাঁকে ভ্যানে তুলে স্থানীয় চিকিৎসকের কাছে পাঠান। পরে সেখান থেকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

দুলাল হোসেন আরও জানান, ওই সময়ের মধ্যেই ব্যাংক থেকে তোলা ৯ লাখ টাকা বজলুর রশিদের কাছে ছিল, তা খোয়া যায়। এ ঘটনায় সোমবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি মাসুদ জানান, ব্যবসায়ী বজলুর রশিদের ৯ লাল টাকা খোয়া যাওয়ার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। স্থানীয়ভাবে বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে এবং সুষ্ঠু তদন্তসহ খোয়া যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার