হোম > সারা দেশ > রাজশাহী

‘প্রেমের জন্য’ চারতলার ছাদ থেকে রাবি শিক্ষার্থীর লাফ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আহত সাদ আহমেদ। ছবি: সংগৃহীত

‘প্রেমঘটিত কারণে’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক শিক্ষার্থী। বুধবার (২৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই শিক্ষার্থীর নাম সাদ আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ সোহরাওয়ার্দী হলের ২৪৭ নম্বর কক্ষে থাকেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ছাদে উঠে উচ্চ স্বরে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে লাফ দেন সাদ। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে রায় বলেন, ‘আমরা তাকে গুরুতর আহত অবস্থায় পেয়েছি। তার পুরো শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে এবং একটি পা ভেঙে গেছে। এখনই তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না, চিকিৎসাবস্থায় রয়েছে।’

সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি মেয়ের সঙ্গে সাদের প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি তাদের মধ্যকার ঝামেলা নিয়ে ফেসবুকে বিভিন্ন পোস্ট করেন। এসব পোস্টে প্রেমিকার নাম উল্লেখ করে তার ওপর ক্ষোভ ঝাড়তে দেখা গেছে। তার সর্বশেষ পোস্ট ছিল, ‘আম্মু আমাকে মাফ করে দিও’।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। বিস্তারিত পরে জানা যাবে।’

শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, ‘তিনি বর্তমানে চিকিৎসাধীন। এখনই তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার