রাজশাহীর দুর্গাপুর উপজেলায় রাতে নিখোঁজের পর সকালে পানবরজ থেকে ব্যবসায়ী আইয়ুব আলী (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকাল ৭টার দিকে বাড়ির পাশে একটি পানবরজে তাঁর মরদেহ পাওয়া যায়।
আইয়ুব উপজেলার পালশা বাগিচাপাড়া গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে। তিনি পান ব্যবসায়ী ছিলেন।
আইয়ুবের ছেলে সাগর আলী বলেন, গত রোববার রাতে বাবা হাটে থেকে বাসায় আসেন। এরপর টাকা-পয়সা ও মোবাইল ফোন রেখে বাড়ির বাইরে চলে যান। অনেক রাতে হয়ে গেলেও বাবা বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি করা হয়। এরপরও তাঁকে পাওয়া যায়নি। পরে আজ সকালে প্রতিবেশী রফিকুল ইসলাম তাঁর পানবরজে গেলে বাবার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ওসি আরও বলেন, মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কী কারণে মৃত্যু হয়েছে এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।